Logo

অর্থনীতি    >>   বাংলাদেশ ব্যাংকে ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যু নিলাম মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংকে ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যু নিলাম মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংকে ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যু নিলাম মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংক আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) ১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলামের আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিলামে ১৫ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৩৭৯০১১৫৭) ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। এই বন্ডটি ২০২২ সালের ২৯ জুন ৮ দশমিক ৫৫ শতাংশ কুপন হারে ইস্যু করা হয়েছিল। বন্ডটির অভিহিত মূল্য হবে ১,৫০০ কোটি টাকা এবং এর মেয়াদ শেষ হবে ২০৩৭ সালের ২৯ জুন।

নিলাম প্রাইসভিত্তিক হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রতিটি ১০০ টাকার বন্ডের জন্য অংশগ্রহণকারীদের কাঙ্ক্ষিত দাম এবং বন্ড কেনার পরিমাণ উল্লেখ করে বিড দাখিল করতে হবে।

নিলামে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বিড দাখিল করতে হবে। বাংলাদেশ ব্যাংকের স্থাপিত এমআই মডিউলের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে বিশেষ পরিস্থিতিতে, সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে ম্যানুয়াল বিড ইন সিলড কভারস পদ্ধতিতেও বিড দাখিল করার সুযোগ থাকবে।

নিলামে শুধুমাত্র প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও তাদের নিজস্ব খাতে অথবা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিলামে অংশগ্রহণের জন্য প্রাইমারি ডিলারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যেই চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এ নির্দেশনায় বন্ড কেনার নিয়ম, ইলেকট্রনিক বিড দাখিলের পদ্ধতি এবং ম্যানুয়াল বিড দাখিলের ক্ষেত্রে প্রক্রিয়া সম্পর্কিত দিকনির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই নিলাম প্রক্রিয়া সরকারের অর্থায়ন ব্যবস্থায় অংশগ্রহণ এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ সঞ্চয়ের একটি চমৎকার সুযোগ তৈরি করবে। বন্ডটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আকর্ষণীয় হতে পারে, বিশেষ করে যারা সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল আয়ের লক্ষ্য রাখেন।

এই রি-ইস্যু নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে। বিনিয়োগকারীরা এতে অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘমেয়াদী আয় এবং স্থিতিশীল বিনিয়োগের সুযোগ গ্রহণ করতে পারবেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert